Muktinath Trip

2022-10-15

TRIP NAME

Muktinath Trip

PLACE

Nepal

TRIP DATE

2022-10-15

ABOUT THE JOURNEY

কথায় আছে যে যেটা হবার সেটা হবেই। আমাদের যাবার সব ঠিক ছিলো, hotel বুকিংও কমপ্লিট ছিলো। গন্তব্য ছিলো উত্তর সিকিমের গুরুদাংমার। খারাপ আবহাওয়ার জন্যে সিকিম সরকার পারমিশন বন্ধ করে দেয়। সবার প্রস্তুতির উত্তেজনায় কেউ যেনো জল ঢেলে দিলো। সবার মন খুব খারাপ, এই ট্রিপ টার জন্যে সবাই অনেক প্রস্তুতি নিয়ে ছিল। কি করবো আমিও ভেবে পাচ্ছিলাম না তবে মনে মনে আমি ঠিক করে ফেলেছিলাম 15th অক্টোবর রাতে বেরোচ্ছি কোথাও না কোথাও যাবো। তাসত্বেও মনে একটা আশা রেখেছিলাম, সেই মুহুর্তে 12 অক্টোবর রাতে মনোজ ফোনে জানালো 20th অক্টোবরের আগে নর্থ সিকিম প্রবেশ বন্ধ করে দিয়েছে সিকিম সরকার। ব্যাস যেমন ভাবা তেমন কাজ, আর দেরি না করে কোনও কিছু না ভেবেই প্রিয় কে ফোনে বললাম মুক্তিনাথ যাবি? প্রিয় এক কথাতেই রাজি, শুরু হলো ৮জনের কনফারেন্স কথা বলা। সবাই আবার excited 😊, মনে হলো নিভে যাওয়া প্রদীপে আবার দপ করে য

এই ট্রিপের জন্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টা তৈরি হয়ে ছিল তার নাম চেঞ্জ হয়ে ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেলো। ওরাই YouTube ঘেঁটে সব রকম তথ্য জোগাড় করে গ্রুপে দেওয়া শুরু হয়ে গেলো। জানি খুবই কঠিন হবে এই ট্রিপ টা, তাও কেনো জানিনা মনে হচ্ছিল আমরা পারবোই। Trideep Dutta Roy, Sujoy Ghosh , Priyabrata Dutta , Manoj Chatterjee, Rintu Halder আর Chandrani Sarkar, Kaushik Manna, Ra Man আর আমি এই নয় জন মিলে ঠিক হলো যাইহোক আমরা এই ট্রিপ টা করছি। আর এটাও ঠিক করলাম যতক্ষণ না নেপাল এ ঢুকছি কাউকে জানাচ্ছি না। 15th অক্টোবর রাত দুটোয় বেরোনো থেকে 24th অক্টোবর সন্ধ্যায় সবাই সুস্থ ভাবে ফিরে এসেছি মুক্তিনাথ দর্শন করে। Hat’s off to team, একে অপরের সহযোগিতাতেই এই ট্রিপটা সফল হয়েছে, we all are #B3C । আজ এই অব্দি, এই আট দিনের জার্নি র গল্প সাথে কতটা অ্যাডভেঞ্চার আর ভয়ঙ্কর সৌন্দর্যের বর্ণনা খুব তাড়াতাড়ি share করবো আবার আপনাদের সকলের সাথে।