Bagda Sea Beach

2022-01-29

TRIP NAME

Bagda Sea Beach

PLACE

Bagda Dublagadi is a small sea side village under Balasore Tehsil of Odisa

TRIP DATE

2022-01-29

ABOUT THE JOURNEY

ঘুরে এলাম ধুবলাগাডি সী বিচ, আমরা ভোর 5.45 মিনিটে 12 টি বাইকে 21 জন হেস্টিংস থেকে যাত্রা শুরু করে দুবার ব্রেক নিয়ে 12:30 নাগাদ ধুবলাগাডি পৌঁছলাম, টেন্ট বুক করাই ছিল ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বিচ ভ্রমনে বেরিয়ে পরলাম , ভাটা চলছিল তাই দূর দূরান্ত অবধি বালিয়াড়ি দিয়ে ই হেটে চলেছিল সবাই।

একটু বিশ্রাম নিয়ে সান্ধ্যকালীন আডডা শুরু হলো সাথে বার্বিকিউ এবং সফট ড্রিংকস। আবার রাত্রিকালীন বিচ ভ্রমন সেরে গরম গরম চিকেন আর রুটি দিয়ে ডিনার সেরে লাইফের প্রথম তাঁবু তে ঘুমটা ভালই হলো। সকালে আবার চা বিস্কুট খেয়ে বিচে হই হুল্লোড় আর ছবি তুলে ক্যামপে ফিরলাম স্নান সেরে ফুলকো লুচি সাথে আলুর তরকারি উদারীকরণ করে সকাল ১১.৩০ নাগাদ বের হলাম। অসাধারণ উপলব্ধি ছিল এই গ্ৰুপ রাইডিং। বিশেষ দ্রষ্টব্য আমার ২ বছরের মেয়ে রাইডিং টা সবথেকে বেশি এনজয় করেছে। আমরা নিজেরা মাস্ক ও স্যানিটাইস প্রয়জন মতো ব্যবহার করেছি এবং সচেতন ভাবেই ভগবানের আশীর্বাদে রাইডিং সম্পন্ন করতে পেরেছি। 29:01:2022 তে গিয়ে 30:01:2022 তে ফিরেছিলাম