Joypur Ride

2021-11-14

TRIP NAME

Joypur Ride

PLACE

Bankura Joypur

TRIP DATE

2021-11-14

ABOUT THE JOURNEY

B3C থেকে 14th Nov এ জয়পুর জঙ্গল ride ছিল , আমাদের total রাস্তা যাওয়া আসা নিয়ে 270 km কম বেশি। ভোর 5 টায় চৌরাস্তা জনকল্যাণ স্কুলের সামনে সবাই একসাথে সাক্ষাৎ করে বেরিয়ে পড়া গন্তব্যের উদ্দেশ্যে।

আমাদের রুট টা ছিল : Road Map :: বেহালা জনকল্যাণ -> তাড়াতলা -> CMRI Hospital থেকে right-> চিড়িয়াখানা হয়ে -> দ্বিতীয় হুগলি ব্রিজ -> কোন হাই ওয়ে ধরে -> দিল্লি রোড হয়ে -> ডানকুনি tool plaza র আগে থেকে left -> চাঁপাডাঙ্গা -> আরামবাগ -> কোতলপুর -> জয়পুর আমরা আজ 23টা bike নিয়ে total 33 জন মিলে ride টা করলাম। সারাক্ষণ ঝির ঝির করে বৃষ্টি চলেছে তার মধ্যেই আমাদের রাইড, আশা করি সবার ভালো লেগেছে।