Monsoon Ride

2021-09-26

TRIP NAME

Monsoon Ride

PLACE

Malancha

TRIP DATE

2021-09-26

ABOUT THE JOURNEY

B3C (Bong Brotherhood Bikers Community) থেকে আজ একটা Monsoon Ride ছিল , আমাদের total রাস্তা যাওয়া আসা নিয়ে 120 km কম বেশি । সকাল 5টায় চৌরাস্তা জনকল্যাণ স্কুলের সামনে সবাই একসাথে সাক্ষাৎ করে বেরিয়ে পড়া গন্তব্যের উদ্দেশ্যে।

আমাদের রুট টা ছিল : Janakallyan School -> Tollygunge-> Jadavpur-> Avishikta -> Chowbaga -> Basanti Hoghway -> Ghatak Pukur -> Malancha আমরা আজ 11টা bike নিয়ে total 15 জন মিলে ride টা করলাম। যাবার সময় আকাশ পরিস্কার থাকলেও ফেরার সময় প্রচন্ড বৃষ্টি আসে আর তার মধ্যেই আমাদের ride চলেছে। যাবার সময় গন্তব্যে পৌঁছে চা আর সকালের জলখাবার খাওয়া হয়, ফেরার সময় একটা চা বিরতি নিয়ে আমরা যে যার বাড়ি ফিরলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এডমিন দের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে।