নবমীর আড্ডা

EVENT PLACE

Kolaghat

EVENT DATE

2021-10-14

ABOUT THE EVENT

B3C (BONG Brotherhood Bikers Community) থেকে 14th Oct এ একটা night ride cum নবমীর আড্ডা ছিল , আমাদের total রাস্তা যাওয়া আসা নিয়ে 150 km কম বেশি । রাত 10টা চৌরাস্তা জনকল্যাণ স্কুলের সামনে সবাই একসাথে সাক্ষাৎ করে বেরিয়ে পড়া গন্তব্যের উদ্দেশ্যে।

আমাদের রুট টা ছিল : চৌরাস্তা জনকল্যাণ -> তাড়াতলা -> খিদিরপুর থেকে -> দ্বিতীয় হুগলি ব্রিজ -> কোন হাই ওয়ে ধরে -> ধুলাগড় -> কোলাঘাট আমরা আজ 11টা bike 1 টা four wheeler নিয়ে total 19 জন মিলে ride টা করলাম। কোলাঘাট পৌঁছে ওখানে খাওয়া দাওয়া করে বেড়িয়ে আবার চা এর আড্ডা দিয়ে আমরা সবাই ভোর 5:30 am এর মধ্যে যে যার বাড়িতে ঢুকে গেছি, যাবার ও আসার সময় আবহাওয়া ঠিকই ছিল। আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এডমিন দের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে।