Burul Bagan Bari (Partha)
2021-10-03
B3C (BONG Brotherhood Bikers Community) থেকে 3rd Oct এ একটা ride cum get together ছিল , আমাদের total রাস্তা যাওয়া আসা নিয়ে 100 km কম বেশি । সকাল 7:30 এ চৌরাস্তা জনকল্যাণ স্কুলের সামনে সবাই একসাথে সাক্ষাৎ করে বেরিয়ে পড়া গন্তব্যের উদ্দেশ্যে।
আমাদের রুট টা ছিল : Janakallyan School -> Thakurpukur Bazar -> Bakhrahat -> Muchisa theke left -> break fast with lunch -> muchisa theke left -> Raipur আমরা আজ 18টা bike নিয়ে total 27 জন মিলে ride টা করলাম। যাবার সময় আকাশ পরিস্কার থাকলেও ফেরার সময় বৃষ্টি আসে, তবে আজ আর কেউ আমরা ভিজিনি wait করে করে আমাদের ride চলেছে। আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এডমিন দের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আজকের দিনের review আশা করবো।